আমাদের কথা খুঁজে নিন

   

নামাযের সিজদা অবস্থায় মৃত্যূ!! সুবহানাল্লাহ..

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... মুসলমানদের জন্য শুক্রবার একটি বিশেষ অর্থবহ দিন। । কিন্তু কি এর কারণ?? কেনই বা শুক্রবারের গুরুত্ব এতো, তা হয়তো অনেকেই জানি না। । আসুন তবে জেনে নেই আজ।

। ↓↓ ► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে। । ► এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে। ।

► এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন। । ► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন। । ► শুক্রবার দু'আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।

। ► এই দিনেই হবে কিয়ামত। । ↓↓ এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা(ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের। সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হলঃ আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সঃ) বলেন, "যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ঐ শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।

" (মুসলিম) (সুবহানাল্লাহ) ↓↓ লক্ষ করুনঃ যে ছবিটি দেখতে পাচ্ছেন ! লোকটি নামাজ পড়া অবস্থায় সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন ! এরচেয়ে ভালো ভাবে মৃত্যু আর কি হতে পারে ?? [সুবহানাল্লাহ] ফেসবুক সংগ্রহঃ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।