আমাদের কথা খুঁজে নিন

   

সিজদা ও নামাজ

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

সর্বক্ষণ নত হয়ে আছে মম শির অন্তরে বাজে সদা তোমার জিকির। তোমার চরণ ছুঁয়ে আছে এই ভাল অনুক্ষণ তনু-মনে সিজদার হাল। কে ডাকে আমায় প্রভু? কে হাঁকে আজান? পূজায় প্রণত মাথা করিবো উত্থান? মিলনে বিরহ রচে দেবো না তো সাড়া বাজাক যতো না জোরে কাড়া ও নাকাড়া। সাষ্টাঙ্গ প্রণামে রাখো এ বান্দায় ধরে, ছেড়ো না হে কেয়ামত-হাশরে-নশরে। বিলগ্ন না হয় যেনো নাখান্দা মস্তক গিবত রটুট ভবে--পাপিষ্ঠ; পাতক। দেহে যার জারি আছে রুহানি নামাজ মাটিতে কপাল ঘষে কী তাহার কাজ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।