আমাদের কথা খুঁজে নিন

   

আবার সামু বাগের আক্রমণ !!!!!!!!!!!!!!

সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া। কিছুদিন পর পর সামুর কি যে হয় বুঝি না। কয়দিন তো ব্লগ বন্ধ ছিল অনিবার্য কারনে। কিন্তু ব্লগ সচল হওয়ার পর নিজের ব্লগ পাতার অমন দুর্দশা দেখে বেজায় মন খারাপ হয়েছে। আমার অনেক কষ্টের ভ্রমন পোষ্টের দুর্লভ সব ছবি সহ সকল ছবি রানা প্লাজার মত ধসে গেছে।

উল্লেখ্য, ইতোপূর্বে একবার একই ভাবে আমার কিছু পোস্ট আক্রান্ত হয়েছিল। কিন্তু এবার মেসিভ এটাক । এখন উপায়? সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি আগের বার । তারা বা তারা বা তিনি সব সময় কানে কটন বাড পুরে রাখেন হয়ত। তাই এ অধমের আওয়াজ কর্ণ কুহরে প্রবেশ করে না।

এবার তাই ভাবছি - কারে জানাব মনের দুঃখ গো ............. ? আপ্নারাই বলেন , এমন হলে মেজাজ মর্জি কি ঠিক থাকে ? ধুত আর কোন ছবি পোস্ট ই দিমুনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.