শনিবার বিকালে নগরীতে একটি সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী।
এছাড়াও সমাবেশ থেকে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিটি পয়েন্ট থেকে একটি মিছিল নিয়ে জিন্দাবাজার ঘুরে আবার সিটি পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাব্বীর আহমদ, জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম প্রমুখ।
চিকিৎসার কথা বলে বৃহস্পতিবার এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। জাপার দাবি তাকে গ্রেপ্তারের জন্য আটক করা হয়েছে, যদিও আইনশৃঙ্খলা বানিহী তা অস্বীকার করে আসছে।
এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলের সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া রংপুরে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।