আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে পার্ক চাই ।

মোঃ আক্তার হুসাইন

সিলেট শহরটি পাহাড় ঘেরা সবুজ শ্যামলর এক নীলাভুমী , কিন্ত সিলেটে অবকাশ যাপন বা বিনোদনের জন্য তেমন জায়গা নেই ৷ ঢাকার বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানার মতো সিলেটেও পার্ক করা সম্বব ৷ বিকেল বেলা পরিবার-পরিজন নিয়ে মানুষ নিরিবিলি কোথায়ও সময় কাটাতে পারে না ৷ শিশুদের জন্য শিশু পার্ক থাকেলও বয়ষ্কদের সময় কাটানো বা বিশ্তুদ বাতাসে নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যব্থা নেই৷ আধুনিক সিলেট গড়তে হলে সিলেট শহরের জেলখানা অন্য কাথাও সরিয়ে , সেখানে বিভিন্ন গাছ লাগিয়ে বোটানিক্যাল গার্ডেন বানিয়ে সবার জন্য নিঃশ্বাস ফেলার জায়গা করে দেওয়ার হোক ৷এ ব্যাপারে অর্থমন্তী ও সরকারের সু দৃষ্টি কামনা করছি । ধন্যবাদ ,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।