আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে দুই ব্লগার আটক

সুরমা নদীর তীর থেকে সিলেটে দুই ব্লগার আটক এবার সিলেটের বিশ্বনাথে দুই ব্লগারকে আটক করেছে পুলিশ। মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তিপূর্ণ লেখা অনলাইনে ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়। অভিযোগ করা হয়েছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কটালিপাড়ার বিজয় চন্দ্র ও পাপ্পু চন্দ্র দাস নামে দুই জন দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের ফেইসবুক একাউন্টে বিদ্বেষপূর্ণ লেখা ছড়িয়ে দিচ্ছে। এ খবরে মঙ্গলবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা দুইজনকে ধরে গভীর রাতে বিশ্বনাথ থানা পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার সকালে তাদের সিলেট গোয়েন্দা অফিসে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হয়। আটক দুইজনই স্থানীয় কলেজের ছাত্র। পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেইন জানান, তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, 'তাদের মোবাইলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম কিছু আপত্তিকর বিষয় শেয়ার করছিল। এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে রাতেই তাদের আটক করে পুলিশ।

এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, তারা কিভাবে এটি পেয়েছিল, কার কাছ থেকে পেয়েছিল। এসব বিষয়ে তদন্ত চলছে। '  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।