আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে আগুন

সিলেট নগরীর কাজিরবাজারে আগুনে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৩টার দিকে কাজিরবাজারের সুরমা নদীর তীরবর্তী কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে নৈশপ্রহরীরা চিৎকার দেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও কোতোয়ালি থানা পুলিশ এগিয়ে আসেন।

এর মধ্যে আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেড প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৩২টি দোকান পুড়ে যায়। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। ফায়ার ব্রিগেড কর্মীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।