(কবিতাটা আমার খুব ভাল লেগেছে। আমার মনে হয় মেয়েমাত্রই এটি ভাল লাগবে। এখানে যে আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে, তা সব মেয়েরই একান্ত নিজের কথা, স্বপ্ন। তাই শেয়ার করলাম।) আমি বলছিনা বিয়ে করতেই হবে আমি চাই, কেউ একজন আমাকে অনুভব করুক| ... দিনের শেষে তুষার ভেজা পথে একা একা হেঁটে হেঁটে যাকে ভেবে ভেবে ঘরে ফিরি, আমি চাই আমার শোবার ঘরের ফোনটা বেজে উঠুক তারই কন্ঠস্বরে| আগুন্তুকদের হ্যালো শুনতে শুনতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না মাস শেষে বেতন পেতেই হবে, আমি চাই কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিক| আমি ভারী মানিব্যাগ নিয়ে কাউকে আমার আলমারি খুলতে বলছি না, আমি জানি-সেও জানে, এই 'জেন্ডার ইকুয়ালিটি'র যুগ আর রোজগেরে বউ পুরুষকে মুক্তি দিয়েছে স্ত্রী ভরণ-পোষণের দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক; বৈশাখের প্রথম প্রহরে যেতে আমার একটা নূপুর লাগবে কি না, বন্ধ হতে যাওয়া দোকানের কপাট খুলে কাজল আনতে হবে কিনা| আলু ভর্তার পেঁয়াজটা কেটে, সরিষার তেল দিয়ে তা নিজ হাতে আরেকটু কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে দেবে কিনা। অনলাইনে কিংবা সুপার মল থেকে কাঁচা বাজার, দামী ব্র্যান্ড এর শাড়ি-কাপড় আমি নিজেই কিনতে পারি| আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কেউ একজন আজীবন বিশ্বস্ত থাকুক, স্ত্রী সমুদ্রের ওপারে থাকলে তার জন্য প্রতীক্ষায় ক্লান্ত না হোক| কেউ আমাকে ভরসা দিক, কিছুটা অভিমান নিয়েও হঠাৎ হঠাৎ দরজায় করা নাড়ুক| রাত দুপুরে আমাকে চমকে দিক| রাত জাগার সঙ্গী না হোক, কেউ অন্তত এক নির্মল সকালে আবার ফিরে এসে আমাকে জিজ্ঞেস করুক : ‘তোমার কপালের টিপ-টা কোথায় ?’' আশা নাজনীন কবি নির্মুলেন্দু গুণের কবিতা 'তোমার চোখ এতো লাল কেন' অবলম্বনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।