আমাদের কথা খুঁজে নিন

   

চাইনিজ মোবাইল কথনঃ Symphony D66

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   বর্তমানের এই উর্ধ্বগতির বাজারে কম টাকায় অধিক সুবিধা সম্বলিত সুবিধা সমূহ আমরা একমাত্র চাইনিজ মোবাইল সমূহ গুলোতে পাই। যদিও সব চাইনিজ মোবাইল আবার ভাল সার্ভিস দেয় না।

মোটামুটি সব দিক ইউজ করার জন্য চাইনিজ মোবাইলের ব্রান্ড হিসেবে আমার চয়েস ফার্স্ট "সিম্ফোনি"। আজ আপনাদের সাথে সিম্ফোনি ডি৬৬ মডেলের মোবাইলের খুঁটিনাটি বিষয় বস্তু শেয়ার করব। স্টাইলিস ডিজাইন,বিগ স্ক্রিণ,ডুয়াল সিম,ইন্টার-নেট,এমপি থ্রী,ভিডিও ইত্যাদি পাগল লোকদের জন্য এক হিসেবে সিম্ফোনি ডি৬৬ বেস্ট। এর স্টাইলিস ডিজাইন ও কীপ্যাড আপনার নজর কাড়বেই। এবার আসুন দেখে নেই এর স্পেসেফিকেশন সমূহঃ ডিসপ্লেঃ ২.৪" টিএফটি ক্যামেরাঃ ভিজিএ ডিসপ্লে রেজুলেশনঃ ২৪০*৩২০ QCIF মেমরি স্টোরেজঃ ৪ জিবি ব্যাটারীঃ ১৭০০mAh লি-আয়ন টক টাইমঃ ৭ ঘন্টা এক্সট্রা ফিচারসঃ অডিও, ভিডিও এবং কল রেকর্ডার এবং প্লেয়ার, ব্লুটুথ, ব্ল্যাকলিস্ট,টর্চ লাইট, ৩.৫ মি.মি অডিও জ্যাক, ওয়্যারলেস রেডিও(হেডফোন ছাড়াই রেডিও অন)।

অসুবিধা সমূহঃ ১. জাভা নেই। যার ফলে আপনি কোন জাভা ফাইল এতে ব্যবহার করতে পারবেন না। ২. ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় হওয়া স্বত্ত্বেও এতে কোন যে ভিডিও সাইজ ছোট দেখায়। এই কারণে এতে ভিডিও দেখে এতটা মজা নেই। (রেজুলেশন যাই হোক না কেন) ৩. এটিকে আপনি মডেম হিসেবে ব্যবহার করতে পারবেন না।

৪. এতে কোন ফোন মেমরি নেই তাই মেমরি কার্ড ছাড়া এই মোবাইল অর্থহীন। ৫. এতে রেডিও রেকর্ডার নেই বিধায় এতে রেডিও রের্কড করা যাবে না। ৬. ভিজিএ ক্যামেরা বিধায় ছবি তুলে ও ভিডিও রের্কড করে ততটা ভাল আসবে না। ৭. পুরো মোবাইলটি প্লাসটিকের তৈরী। বিশেষ করে এর ব্যাক কভার।

যেটা অসাবধানতাবশত লাগালে এর ছোট প্লাসটিকের পয়েন্ট গুলো ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে। এসকল অসুবিধা থাকা সত্ত্বেও রাফ ইউজ,লং টাইম কথা বলা,গান শোনার জন্য এক অনন্য মোবাইল। এটি এখন বাংলা কীপ্যাড সহ বের হয়েছে। যার ফলে যেকোন বাংলা সাইট সমূহ আপনি অনায়াসেই ভিজিট করতে পারবেন। ১ বছরের বিক্রয়ত্তর সেবা সহ এর দাম পরবে ২৬৬৫ টাকা(শুধু মোবাইল কোন মেমরি কার্ড নেই)।

সিম্ফোনি ডি৬৬ আমি এই মোবাইল টা বিগত ৬ মাস ধরে ইউজ করছি। এখন ও পর্যন্ত তেমন কোন টেকনিক্যাল ফল্ট পাইনি। যদিও এই সেট টা যখন মার্কেটে ছাড়ে নাই শুধু মাত্র সিম্ফোনির কেয়ারে ছিল তখন গুলশান ১ থেকে কিনেছিলাম। ধন্যবাদ,আমার ব্লগে আসার জন্য । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।