আমাদের কথা খুঁজে নিন

   

পরিবেশ বাঁচাতে গাছেরা মিছিল করল

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! “গাছ লাগান, পরিবেশ বাচান”, “সবুজ পৃথিবী চাই”, “স্টপ পলিউশন”, “প্রাণিকুল রক্ষাকরতে হবে” ইত্যাদি ব্যানার সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছেরা মিছিল করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ব পরিবেশ দিবস-২০১২ উপলক্ষে ব্যতিক্রম ধর্মী এ র‌্যালিটি মঙ্গলবার সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সকাল সারে এগারটায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবনের সামনে থেকে এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়। মূল র‌্যালীটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার। এতে আরো অংশ গ্রহন করেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্যরা। প্রুনিং করা ডালপালা গাছের উচ্ছিষ্টাংশ দিয়ে মৃত্তিকা সংগঠন গাছ সাজে এবং হাতে ফেষ্টুন নিয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। ক্যাম্পাসে পরিবেশ দিবস উদযাপনে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন মৃত্তিকা ও প্রাধিকার ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.