তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ ঠিক রেখে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, “গোটা দেশ আজ দুই ভাগে বিভক্ত। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি। আমার তো কোনো লোক নেই। লেভেল প্লেয়িং ফিল্ড তো হবে না।
কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড। এভাবে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, পরিবেশ নেই। ”
তফসিল ঘোষণার পর অবরোধের ডাক দেয়ায় বিরোধী দলীয় জোটের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
রাজনৈতিক সংঘাত, সহিংসতার জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে না মন্তব্য করে সাবেক এই সামরিক শাসক বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে না। দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
সংঘাত বেড়েই চলেছে।
“গাড়ি-ঘোড়া চলছে না, দোকান-পাট, স্কুল কলেজ বন্ধ। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গরীব মানুষ খেতে পারছে না। আমরা কোন গণতন্ত্রের চর্চা করছি? এই কি গণতন্ত্রের রূপ? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?”
এ পরিস্থিতিতে নির্বাচন হলে সংঘাত আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এরশাদ বলেন, “বিরোধী দলকে বারবার আহ্বান জনালাম, আপনারা নির্বাচনে আসুন।
তারা আসলেন না। কিভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে তা আমার জানা নেই। ”
তফসিলে মনোয়নপত্র দাখিলের পর্যাপ্ত সময় দেয়া হয়নি অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “নির্বাচন কমিশন বোধ হয় দুই দলের বাইরে আর কোনো দল আছে বলে মনে করেন না। আমাদের উপেক্ষা করেই তারা তফসিল ঘোষণা করলেন।
এটা তাদের উচিত হয়নি। ”
জাতীয় পার্টি প্রধান বলেন, হাজার হাজার মনোনয়ন প্রত্যাশী দলের মনোনয়ন ফর্ম কিনছেন। এরপর তাদের সাক্ষাৎকার নেয়া হবে। তারপর কাগজপত্র প্রস্তুতের জন্য আরো ৪/৫ দিন সময় প্রয়োজন।
এ পরিস্থিতিতে ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নির্বাচন কমিশনের প্রতি মনোনয়ন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে এরশাদ বলেন, “নির্বাচনের তারিখ ঠিক থাক কোনো সমস্যা নেই। মনোনয়ন দাখিলের সময়সীমা পরিবর্তন করুন-আমাদের সময় দিন। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।