বাংলার পরিবেশ মুখপত্র পরিবেশ, প্রতিবেশের সাথে সম্পর্কযুক্ত সামাজিক তথ্যাদি তুলে ধরার একটি উদ্যোগ। এ সকল বিষয়ে তথ্য আদান প্রদান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে জনমত সৃষ্টি ও সরকারকে সহযোগিতা করা আমাদের অন্যতম লক্ষ্য। আমাদের চারপাশে সুবিধা ও সমস্যার বিষয়ে আমাদের মতামত সরকারের জন্য সহায়ক ভূমিকা রাখে। নৈতিবাচক নয় বরং ইতিবাচক দিক হতে সমস্যাগুলো দেখা এবং সমস্যা সমাধানে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ভিজিট করুন : http://www.emnbd.net
আমরা বিশ্বাস করি রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ, যাতায়াত সুবিধা দেশের সবচেয়ে পিছিয়ে পরা মানুষের নিকট কতটুকু পৌছে দিতে পারছে, তাই উন্নয়নের মাপকাটি।
আমরা প্রত্যাশা করি পরিবেশ ও সামাজিক বিষয় নিয়ে সচেতনা ব্যক্তিবর্গ এই মুখপত্রের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরবে। যা সামাজিক ও পরিবেশ রক্ষার কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যোগাযোগ স্থাপন করবে। আমরা সম্মিল্রিতভাবে কাজ করবো পরিবেশ ও সামাজিক সমস্যা সমাধানে যে যার অবস্থান হতে। আমাদের সক্রিয় ধারাবাহিক কাজ দেশের পরিবেশ ও সামাজিক অবস্থার আরো উন্নয়ন করবে।
বাংলার পরিবেশ মুখপত্র পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) একটি উদ্যোগ।
কিন্তু এ মুখপত্রের অংশীদার, ধারাক ও বাহক দেশের প্রতিটি ব্যক্তি, যারা বিশ্বাস করে একটি সুস্থ্য পরিবেশ ও সমাজের। আমরা চিন্তা ও বাক স্বাধীনতার বিশ্বাস করি। তবে আমরা সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। মানুষের সুস্থ্য চিন্তা বিকাশের সুযোগ সৃষ্টি আমাদের লক্ষ্য। এ মুখপত্রটি স্বেচ্ছাসেবীদের উদ্যোগ আর প্রচেষ্টায় পরিচালিত।
পরিবেশ নিয়ে কার্যরত ব্যক্তি ও সংগঠন এই ওয়েব সাইটটি পরিচালনায় কাজ করছে।
আমরা এই ওয়েব সাইটি সেই সকল মানুষের জন্য উৎসর্গ করছি সেই সকল মানুষের প্রতি যারা তাদের শ্রম, মেধা, জ্ঞান আর প্রচেষ্টা দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন দেশ ও মানুষের কল্যাণে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।