আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। দু'দিনের বণিক পাহাড়ের দুঃখ সব এক হয়ে জল নদী হয়ে সাগর পানে বহে ছলছল। এক নদীতে শত জীবন শত মহিমায় কেউ যায় কলস কাঙ্খে অলস ভঙ্গিমায়। কেউবা ভাসায় ময়ূরপঙ্খী দখিনা হাওয়ায় কেউবা কাঁদে সব হারিয়ে নদীর দাওয়ায়। কেউবা আসে কেউবা যায় জীবিকার আশে চক্ষু মুদিয়া কেউ যায় পরবাসে।

নদী জল টলমল দৃশ্য নান্দনিক চোখ হারিয়ে চাইনা হতে দু'দিনের বণিক। এখানে কমেন্টের জবাব ২। প্রতীক্ষায় তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় নিশুতি রাত জেগে জেগে আমি কথার ডালা সাজিয়েছি। দিবালোক শুস্ক বায়ু রোদের খরতাপে কথারা পুড়ে যায় পুনরাবৃত্তিতে হাঁফিয়ে উঠে লু হাওয়ায় ডালা ছেড়ে পথ মাপে। দৈবাৎ সাক্ষাতে ক্লান্ত বাহু শূন্য ডালা দেখে তুমি ম্লান হাসো।

কি করে বুঝাই আমার রাতভর সাজানো রঙীন ফুলের ডালা দিনের দৈন্য আবহাওয়ায় খালি পড়ে আছে। বিশ্বাস না হলে গত রাতের কালো আধারকে জিজ্ঞেস করো সে ছাড়া বড় কোন সাক্ষী আমার নাই। ৩। ডাক্তার নাদিয়া গায়ে সাদা এপ্রোন গলায় ঝুলছে মলিন ষ্টেথিস্কোপ ভুরু দুটি আসমানে তোলা চিন্তিত হতে হতে মুখের জ্যামিতি বৃত্তাকার এভাবে এক বিমর্ষ রোগী দেখছেন ডাক্তার নাদিয়া রোগী নাসিবা বেগম দন্ত ব্যথায় বেজায় কাতর। এ্যাহ! এই বয়সে দাঁতের কি বেহাল দশা করেছো দুটো দাঁত পোকায় খেয়েছে দুটোর তো অর্ধেকই নেই।

এই যে দিচ্ছি ঔষধ দিনে তিনবার খাবার পরে আধা গ্লাস পানি দিয়ে খাবে সকাল সন্ধ্যা হালকা গরম লবণ পানি গড়গড়া করবে রাতে ঘুমানোর আগে সকালের নাস্তার পরে নিয়মিত দাঁত ব্রাশ করবে সাত দিন পর আবার আসবে। রিয়া, আর কোন রোগী আছে? নার্সের গলা ফাটানো আর্তনাদ আপু---আপু--- দাদু--- পাঞ্জাবী তোয়ালে খুঁজছে। তিন আসামী এখন খাটের তলায় নাসিবা বেগম অতিকষ্টে চুলো লেপে হাঁড়ি চাপিয়ে এই অবেলায় শেষ খেলায় ভাত রান্নার চেষ্ঠা করছে। পাদটীকাঃ ষ্ট্যাটাস বলছে ব্লগে আজ আমার তিন বছর বয়স। প্রথমে দুটি ছিল এই পোষ্টের শিরোনাম।

বদলিয়ে তিনটি করে দিলাম। ছবিঃ নিজস্ব এ্যালবাম। (জাদুকাটা নদী, তাহিরপুর, সুনামগঞ্জ)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.