এ-মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...
পার্থক্য
অনিয়মটা আজই দেখা দিল ছাতক বাসষ্ট্যান্ডে! গভীর রাত দ্রুতগামী বাসের সাথে র্নিঘুম প্রহর কাটাত যে শালিক, আজ গুটিয়ে নিল পালক... তিক্ততার লিপিষ্টিক মাখা অভিমানি ঠোঁট, প্রিয়তম দিন; লাবণ্যময় চুম্বনের তীব্র স্বাদ মলিন হলে... অন্ধকার ঘর জলজ চোখে ফণা তুলে বাগবাড়ির অভিযোগ... গ্রীবায় ঝুলে থাকে হারানো ওম!...
অনিয়মটা আজই দেখো দিল ছাতক বাসস্ট্যান্ডে
গতকাল রাত, আজ রাতের মধ্যে অনেক পার্থক্য
অজানা পথ
এ কোন অজানা পথে হাঁটছি!
তীব্র ধ্যানের ভেতর ঢোল বাজায়
মনপুরী শঙ্কা, উদার আঙুল ঝরে
নিলাভ বিষ...মৃত ভগবান
এ কোন সর্বনাশা গায়ত্রীমন্ত্র...
অন্তরলোকে সহস্র আলোক প্রার্থনা
স্বচ্ছ আয়না উঁকি দেয় অনাকাঙ্কিত
দাবানল অবিশ্বাসের কালো বীজ
পথের মায়া
এই পথে অসংখ্য ধুতরাফুল; সারিবদ্ধ আগুনের পিপিলিকা! নীল আকাশ গ্রীষ্মের খাঁ খাঁ রোদ; দেবীলক্ষির মন্দির পুজোর ঘন্টা বাজলে...কেঁপে ওঠে ভিকটরিয়া পার্ক ...জলে ভাসা বুনোহাঁস ! নকের কোণে ব্রতী হবার কাঙ্ক্ষা; শেক্সপিয়রের বাড়ির আঙিনা হামাগুড়ি দেয় সুখের পালক...
এ পথে অসংখ্য কাঁটাগাঁথাফুল... দীর্ঘ থেকে দীর্ঘ হোক পথের বাঁক
বেদনা একমুঠো উষ্ণ ওম! ক্ষয়ে যাক পথের মায়ায়, দূরেও দাঁড়াক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।