আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি কবিতা

এ-মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...

ক্ষণ অনেকদিন পর জানালা গুলো খুলে দিলাম বন্ধ ঘরে হিমেল বাতাসে একমুঠো রোদ্দুর তাস খেলুক অমরাবর্তী সখিরা... এ জনমে আর কোন ভুলমন্ত্র পাঠ হবে না কালো দাবানলে পোড়াবো না শাদা হরিণের ওড়না ঘরের চৌকাঠে মেঘের ছোট ছোট দাগ; দেয়ালে ক্ষত-বিক্ষত আয়না ঢেকে দেবো শুদ্ধতার শুভ্রকাফন অনেকদিন পর জানালাগুলো খুলে দিলাম আজ বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো দীর্ঘক্ষণ ইচ্ছা সাধ আমারও ছিল! সবুজ ঘাসে শিশিরের কণা স্বচ্ছ জলে পা ভেজাবো, উদার আঙুলে তুলে নেবো তোর উষ্ণতা!... মুঠিবন্দি সোনালি দিনে জমে অশ্রুবিন্দু; নিঃশ্বাসের ঘাম, অধরায় ছায়া উড়ে, শেকল পরালে কি দেহের খলবল বাড়ে?... মৃতআত্মায় উইপোকা কিলবিলে হাসে অধিকার রেখো না কালের স্রোতে ঘুনে ধরা মেরুদণ্ড নিরবধি জপে যায় রোমিও নাম; ধরা পাপ অভাগী জুলিয়েট চুমুকে চুমুকে পান করো নিয়তির অভিশাপ! অদৃশ্য তীর ছায়ার সাথে কথা বলি আর একা একা হাঁটি! কাঙ্কিত সুখ স্পর্শের বাসনা জাগায়, নীল আকাশে স্বপ্নের তুলি যখন এঁকে যায় জীবনের প্রীতিমুগ্ধ ক্যানভাস, ঠিক তখন-ই অদৃশ্য পুকুর থেকে ছুটে আসে ঝাঁকবাধা তীব্র তীর! যেন আহত রক্তাভ নদী; হৃদপিণ্ড ছিঁড়ে উড়ে যায় অসংখ্য কৈ মাছ! অনিশ্চিত ভেলায় ভাসে অনাগত দিন প্রতিদিন যে ছায়ার সাথে কথা বলি; সে এক নিবিড় ছায়াশব প্রতিদিন যে নিঃশ্বাস শরীরে মাখি; সে এক সর্বনাশী মৃগনাভ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.