বাঙলা কবিতা আগুন আসলে কালো তুমি তাকে লাল দ্যাখো? চেতনার লালে__ সবুজ কোকিল বসা কালো-পাতা-বৃক্ষটির ডালে__ দেখেছিলে সেই রূপ? বসন্তসকালে! দ্যাখো বা না-দ্যাখো, চোখ খোলা রাখা ভালো। দোয়েল ও ফিঙ্গে-সূচিত এই ভোরের বচসা; "বাঙালার চিরন্তন আলো__ ব্যক্তিপুজোর সামষ্টিকে কবেই তো মিলালো!" অনন্ত নিদ্রার মধ্যে, অহির মতন তুমি এই কথা বলো, "সঠিক পথের দিশা যখন সমূলে হারালে, একনিষ্ঠ চিত্তে কেবল বামেই ঝুঁকে চলো!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।