আমাদের কথা খুঁজে নিন

   

খুচরো বিপদ নিপাত যাক

অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু গুছিয়ে লিখতে পারি না ... • মোমবাতি জ্বালানোর আগে অল্প জলে ভিজিয়ে নিন। এতে আলো বেশি হবে এবং জ্বলবেও অনেক ক্ষণ। • চা করার পর চা পাতা ফেলে দেবেন না। ওই পাতা দিয়ে ঘরের মেঝে ঘষে দেখুন। মেঝে চকচক করবে।

• কাঠবাদাম বেটে দুধ বা জলের সঙ্গে পেস্ট বানিয়ে চোখের তলায় লাগালে কালি দূর হবে। • অল্প বয়সের পাওয়া নানা ধরনের সার্টিফিকেটগুলো আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলুন তো! কিন্তু এ দিক-ও দিক ফেলে রাখলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এগুলোকে গুটিয়ে একটা রোল তৈরি করে পেপার টাওয়েল-এর খালি টিউবের মধ্যে পুরে ফেলুন। পিসবোর্ডের এই মোড়ক সার্টিফিকেটগুলোকে অনেক দিন ঠিক রাখবে। • কাঠের মেঝে বা ফ্লোর টাইল-এর ওপর জুতোর ছাপ পড়ে গেলে কী করবেন? দাগ হালকা হলে ইরেজার দিয়ে ঘষুন।

দাগ চলে যাবে। • জলের বোতলের দুর্গন্ধ তাড়াতে আধ বোতল জলে এক টেবিল চামচ সরষে বা বেকিং পাউডার মেশান। ভাল করে নাড়িয়ে এক ঘণ্টা রেখে দিন। গন্ধ চলে যাবে। • চিনেমাটির প্লেটে চুলের মতো সূক্ষ্ম চিড় ধরলে এক পাত্র দুধে প্লেটটি রেখে মিনিট পঁয়তাল্লিশ ফুটিয়ে নিন।

চিড়ের দাগ গায়েব হয়ে যাবে। • টেবিল ক্লথে সবজি বা ফলের দাগ হয়ে গেলে এক টুকরো আলু নিয়ে ওই অংশে ঘষতে থাকুন। টেবিল ক্লথ পরিষ্কার হয়ে যাবে। • শার্টের কলারের দাগ তোলা মহা ঝকমারি। দাগ তুলতে সাবানের বদলে বরং শ্যাম্পু ব্যবহার করুন।

তেলের দাগ তুলতে শ্যাম্পুর জুড়ি নেই। তা ছাড়া এতে ক্ষার কম থাকে বলে, কলারের অংশটিও কম ক্ষতিগ্রস্ত হয়। • মিক্সার-এর ব্লেড ভোঁতা হয়ে পড়েছে? এক মুঠো চাল এতে দিয়ে মেশিনটি চালিয়ে দিন। চাল ব্লেড-এর তীক্ষ্ণতা আবার ফিরিয়ে আনবে। • মৌমাছি কামড়ালে যদি জায়গাটা ফুলে থাকে, তা হলে একটা চাবি নিয়ে ওই ফোলা অংশের চারপাশে চেপে ধরুন।

লক্ষ্য রাখবেন যেন চাবির গর্তটি ফোলা অংশের চার পাশে চেপে বসে। হুল ফুটে থাকলে বেরিয়ে যাবে। খুরশীদা রহমান চৈতী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।