সামুদ্রিক বিভ্রম
বছর কয়েক আগের ঘটনা: তার সাথে আমার আংশিক প্রেম ছিলো। সে প্রতিদিন একটা সবুজ রঙের পায়রায় চড়ে আসতো; সচরাচর পায়রা কিম্বা কবুতরের রঙ সবুজ হয় না। কিন্তু তার পায়রাটির রঙ ছিলো মহান সবুজ। আবার এরকমও হতে পারে, হয়তো সে খুব ইম্প্রেশানিস্ট। ফলে তার সবুজ রঙের শাড়ির আভা প্রবল ভাবে পায়রার উপরও পড়তো।
এনিওয়ে, আমার সেই প্রেমিকার তাজমল দেখার খুব সখ হয়েছিলো একবার। সামর্থ থাকলেও আমি তাকে মহলটি দেখাতে অস্বীকৃতি জানাই এবঙ পরিবর্তে একটি নিবিড় প্রস্তাব দেই। কিন্তু আমার আন্তরিক প্রস্তাবটি তার কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়; ফলসরূপ সে আমাকে তৎক্ষনাত লিভ করে। তখন আমি বুঝতে পারি সেও আসলেও আরেকজন টিপিক্যল উইম্যানই ছিলো। সে জন্যই বলি, প্রথাগতপ্রগতিবাদি বালিকাদের উচিত কবিদের এভয়েড করা।
অথচ বারবার সবুজ বালিকারা তাজমহল আর কবিদের প্রতিই অনুরক্ত হয়ে পড়ে।
ইদানিং আমার আশপাশে আরেকটা সবুজ পায়রার নিবিড় ওড়াওড়ি আমাকে ভীষন অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেও কি আমার কাছে তাজমহল দেখার বায়না ধরবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।