আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীদের দায়িত্ব বন্টন

প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী ২৯,  প্রতিমন্ত্রী ১৭ ও উপমন্ত্রী হিসেবে দুই জন শপথ নিয়েছেন ।

আজ বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

পুরাতন মন্ত্রীদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত (অর্থ), সৈয়দ আশরাফুল ইসলাম (স্থানীয় সরকার), মতিয়া চৌধুরী (কৃষি), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), হাসানুল হক ইনু (তথ্য), ওবায়দুল কাদের (যোগাযোগ), মুজিবুল হক (রেল), খন্দকার মোশাররাফ হোসেন (প্রবাসী কল্যাণ), শাহজাহান খান (নৌ পরিবহন), আগের মন্ত্রণালয়ের মন্ত্রণালয়েরই দায়িত্বে থাকছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

এছাড়া নতুনদের মধ্যে আনিসুল হক (আইন), তোফায়েল আহমেদ (বাণিজ্য), মোহাম্মদ নাসিম (স্বাস্থ্য), অধ্যক্ষ মতিউর রহমান (ধর্ম), কামরুল ইসলাম (খাদ্য), রাশেদ খান মেনন (ডাক ও টেলিযোগাযোগ), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি), আনোয়ার হোসেন মঞ্জু (পরিবেশ ও বন), আনিসুল ইসলাম মাহমুদ( পানি সম্পদ), মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

এ ছাড়া শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক এবং মজিবুল হক চুন্নু শ্রম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.