আমাদের কথা খুঁজে নিন

   

আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বক্তব্য সত্য প্রমানে সংসদ সদস্য ও মন্ত্রীদের চুরির লিস্ট চাই।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই``- বিশ্বসাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে রোববার হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ।এমন মন্তব্যের জন্য তাকে সংসদে এসে ১৬ কোটি মানুষের কাছে শর্তহীন ক্ষমা চাওয়ার জন্য বলেছেন স্পিকারের চেয়ারে থাকা প্যানেল চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। পাশাপাশি তিনি গণতন্ত্র ও সংসদকে রক্ষা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান রক্ষার জন্য একটি নিন্দা প্রস্তাব আনারও দাবি জানিয়েছেন। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ অ্যানগেজমেন্ট অ্যান্ড সাপোর্টার (ইয়েস) জাতীয় সম্মেলনে আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, “দেশের মন্ত্রী-এমপিরা প্রতিশ্রুতি রক্ষা করেন না, তারা নীতি মানেন না। শপথ নেওয়ার সময় বলেন অন্যায় করবেন না, কিন্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে তারা অন্যায় করেন। এসব মন্ত্রী-এমপির কোনো নীতি নেই।” তিনি আরো বলেন, “একটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্ত দেখা যায় অনেক ক্ষেত্রে জনগণের সম্পদ ও জীবন লুণ্ঠন করা হচ্ছে। মানুষ তার অধিকার হারাচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.