সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ‘ক্লিনিক্যালি ডেড’ বলে লন্ডনভিত্তিক একটি দৈনিক পত্রিকা দাবি করেছে। আরবি ভাষায় প্রকাশিত আশরাক আলাওসাত নামের ওই পত্রিকাটি বলেছে, তাদের সৌদি বংশোদ্ভূত একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাক আলাওসাত-এ কর্মরত ওই সৌদি সাংবাদিক সৌদি আরবের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দাবি করেন, বাদশাহ আবদুল্লাহর হূদ্যন্ত্র, কিডনি ও ফুসফুসসহ গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ কাজ করছে না। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে বাদশাহর ‘মৃত্যুর’ খবর নিয়ে কোনো মন্তব্য করেনি সৌদি আরবের রাজপরিবার।
হাফিংটন পোস্ট জানায়, অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসেননি বাদশাহ। তাঁর অনুপস্থিতিতে তাঁর পক্ষে যুবরাজ সরকারি বৈঠকে অংশ নিচ্ছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদি বাদশাহর মৃত্যুর খবর প্রকাশ করল আশরাক আলাওসাত। গত বছরের নভেম্বরে পত্রিকাটি দাবি করেছিল, ১৪ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের এক সপ্তাহ পর বাদশাহ ‘ক্লিনিক্যালি ডেড’ হয়েছেন। পরে রাজপরিবার পত্রিকাটির দাবি প্রত্যাখ্যান করে।
কয়েক বছর ধরে ৮৯ বছর বয়সী বাদশাহ আবদুল্লাহর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।