আমাদের কথা খুঁজে নিন

   

আবদুল্লাহ ও আমি

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে কয়েকদিন আগে দুপুর দুইটার দিকে হয়বতনগর মাদ্রাসার মোড় থেকে রংমহলের সামনে যাওয়ার জন্য রিকশা খুজছি। পকেটে তখন মাত্র ২০টাকা। রিকশাওয়ালারা ২৫টাকার কমে যেতে রাজি নয়। রিকশার আশা যখন ছেড়েই দিয়েছি তখন একজন ১৫টাকাতেই রাজি হলো। কিছুটা অবাক হলাম।

রিকশায় উঠতেই রিকশা ওয়ালার কন্ঠ শুনে আরো অবাক হলাম। এক দম ছোট্ট একটা ছেলে। এতক্ষণ আমি লক্ষই করিনি। বাচ্চা বাচ্চা কন্ঠে সে বললো, “দুই ঘণ্টা লাগাত বয়া রইসি,ভারা পাইনা। এলেইগগা কমে লয়ালিসি আফনেরে।

”নিজের চেয়ে ছোট্ট বয়সী একজনের রিক্সায় উঠে খুব খারাপ লাগছিলো। তাকে জিজ্ঞেস করলাম নাম কি, পড়াশোনা করে কিনা,কই থাকে,কয় ভাই বোন ইত্যাদি ইত্যাদি। সে কি কি বলেছিলো পুরো পুরি মনে নাই। সার সংক্ষেপ হলো তার নাম আব্দুল্লাহ। ক্লাশ ফোর পর্্য।

ন্ত পড়েছে। পড়াশোনার খুব ইচ্ছা। তার আগ্রহ শুনে তাকে নিয়ে গেলাম ছাত্র ইউনিয়ন অফিসে। সেখানে অন্যান্য কমরেড দের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। সেখানে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম পথশিশু সহ শিক্ষা বঞ্চিতদের বিনামূল্যে পড়াশোনা করানোর।

এখন থেকে ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জের অফিসে শিক্ষার অধিকার বঞ্চিতদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। আপনার পরিচিত এমন সুবিধা বঞ্চিত থাকলে কিংবা আমাদের কার্যক্রমে সাহায্য করতে চাইলে ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জে যোগাযোগ করুন। কিছু দিন দুপুর দুইটার দিকে হয়বতনগর মাদ্রাসার মোড় থেকে রংমহলের সামনে যাওয়ার জন্য রিকশা খুজছি। পকেটে তখন মাত্র ২০টাকা। রিকশাওয়ালারা ২৫টাকার কমে যেতে রাজি নয়।

রিকশার আশা যখন ছেড়েই দিয়েছি তখন একজন ১৫টাকাতেই রাজি হলো। কিছুটা অবাক হলাম। রিকশায় উঠতেই রিকশা ওয়ালার কন্ঠ শুনে আরো অবাক হলাম। এক দম ছোট্ট একটা ছেলে। এতক্ষণ আমি লক্ষই করিনি।

বাচ্চা বাচ্চা কন্ঠে সে বললো, “দুই ঘণ্টা লাগাত বয়া রইসি,ভারা পাইনা। এলেইগগা কমে লয়ালিসি আফনেরে। ”নিজের চেয়ে ছোট্ট বয়সী একজনের রিক্সায় উঠে খুব খারাপ লাগছিলো। তাকে জিজ্ঞেস করলাম নাম কি, পড়াশোনা করে কিনা,কই থাকে,কয় ভাই বোন ইত্যাদি ইত্যাদি। সে কি কি বলেছিলো পুরো পুরি মনে নাই।

সার সংক্ষেপ হলো তার নাম আব্দুল্লাহ। ক্লাশ ফোর পর্্য। ন্ত পড়েছে। পড়াশোনার খুব ইচ্ছা। তার আগ্রহ শুনে তাকে নিয়ে গেলাম ছাত্র ইউনিয়ন অফিসে।

সেখানে অন্যান্য কমরেড দের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। সেখানে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম পথশিশু সহ শিক্ষা বঞ্চিতদের বিনামূল্যে পড়াশোনা করানোর। এখন থেকে ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জের অফিসে শিক্ষার অধিকার বঞ্চিতদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। আপনার পরিচিত এমন সুবিধা বঞ্চিত থাকলে কিংবা আমাদের কার্যক্রমে সাহায্য করতে চাইলে ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জে যোগাযোগ করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.