সুফিয়াঁধার
শহর ডুবে যায়, হুট করে। জানালায় বৈকালিক চড়াইয়ের দারুন ব্যাস্ততায়।
ডুবে যায় শহর, রাত্রিতে। উবে যায় - হুড়মুড় করে উবে যায় নাগরিক মানুষের দৈনন্দিন ঘাম। গ্রাম কিনা, আয়েশের পা দুটো চেয়ারে উঠবার আগেই গুটিয়ে ফেলে কফি দোকানের মালিকেরা ছাতা। অথচ পরাজিত শহরের ছাদেছাদে ব্যাস্ত আর আহত বৃষ্টি। শহীদ কাদরীর চোখ থেকে কেড়ে নিয়ে সাহেদের চোখ দ্যাখে আশ্চর্য প্রজাপতি শহরের আকাশাকাশ দালান থেকে নীচে - নি:সঙ্গ ছাতার আদরে জোড়া শালিখ। One for sorrow, two for joy? হুট করে ডুবে যায়, অনালোয়, শহরের সমস্ত ভয়। One for sorrow, two for joy.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।