আমাদের কথা খুঁজে নিন

   

শহরের পুনর্বিন্যাস

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। শহরকে তো দেখছি প্রতিদিন শহরের রাস্তায় কিংবা শহরের ঘরগুলোতে আর কি থাকে শহরে? কিছু কিছু মানুষ, মুখহীন কিছু কিছু মানুষ খুব নিবিড় করে চেনা গোপনতম ভাঁজের নিখূঁত স্মৃতি জড়ানো দেহের সবগুলো রেখার ইতিবৃত্ত সমেত শহর আমাকেও লিখছে প্রতিনিয়ত ঘামে, অন্ধকারে, আলোতে আর সেইসব কালো মেঘ দিয়ে যারা ঘুরে বেড়ায় শহরের দিগন্ত ঘেঁষে আর এলোমেলো হয়ে যায় উড়োজাহাজের উড্ডয়নে হাওয়ায় হাওয়ায় বাড়ি্য়ে দেয় সময়ের বয়স শহরের গোপন কুঠুরিতে যে প্রাণ ভোমরা বসে আছে তুমি কি জানো সে বর্ণান্ধ তুমি কি জানো ঘ্রাণ ব্যাতীত তার সমস্ত ইন্দ্রীয় অচল শহর এক গন্ধবাজ পোকা অজান্তেই জমতে থাকে অন্তরে আর হানা দেয় আততায়ীর মত কালো পিচে হঠাৎ বৃষ্টি এক ঝাপটা আরডেন বিউটি অফিসের পরিশীলিত এসি কক্ষে ধ্বক ধ্বক করে কেঁপে ওঠে বুক কি ভীষণ সুন্দর, কি ভীষণ নাঙ্গা অশ্লীল অটোবির কালো টেবিলে আছড়ে ফেলে উন্মাদ সঙ্গম, থকথক ঘাম পুরো শহর যার বিষ্ময় দর্শক শহরের গন্ধবাজ পোকা আমাদের লিখে রাখছে তার আপডেট হতে থাকা অভিধানে ফিরে যাবার পথ নেই আর মুক্তি নেই বিবশ গন্ধমুখর ডাস্টবিনে এমনকি এডিলেইডের গোছানো রাস্তায় বড় স্ক্রীণের হাই ডেফিনিশন পিক্সেলে শহরের নিষ্করুণ আলোতে পথে নেমেছে একদল নাঙ্গা গন্ধ বেঁচে থাকতে হলে এই শহরের পুনর্বিন্যাস দরকার শরৎ, ৩-১১-১২,ঢাকা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।