আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি মুভি দর্শন-ek deewana tha এবং একটি (হতাশায় বাথরুম চাপার মত) উপলব্ধি

অদ্ভুত আঁধার এক চারিদিকে দিন দুই আগে মুভিটা দেখলাম। হ্যাঁ ভাইস অ্যান্ড বোনস, আমি হিন্দি মুভি দেখি। আপনার সমস্যা? পোস্ট থেকে বাইর হন। অক্কে, যা কইতেছিলাম, এই মুভি দেখার পর আমার কী উপলব্ধি হইল সেটাই বলব। প্রথমে মুভির গল্পটা কই।

স্টেরিওটাইপ শব্দটার মানে জানা আছে ? এই মুভির গল্প হইতেছে সেই স্টেরিওটাইপ, গৎবাঁধা , গতানুগতিক (ঘোড়ার ডিম আর কোন বিশেষণই তো মনে আইতেছে না) পিরিতের গল্প। পোলার বয়স ২২,হিন্দু, ম্যাকানিকাল পড়ে, মাগার হইতে চায় ডিরেক্টর। মাইয়া ২৩, খ্রিস্টান। প্রথম দেখাতেই পিরিত, হ্যার পর নাচা-গানা। আই লাভু বলা, মাইয়া কয় তুমি তো ছুড বাই।

পোলা কয় মানি না। ভ্যাদর ভ্যাদর ভ্যাদর ভ্যাদর.... মাইয়ার ভাইএর লগে পোলার ঘুশা-ঘুশি, মাইয়ার বাপে ফুল ফ্যামিলি নিয়া বিয়া দিতে যায় গা কেরালা। পোলা পিছ পিছ গিয়া মন ভাঙ্গানির চেষ্টা চালায়। মাইয়া কয় তুমি যাওগা, তোমারে ভালা পাই না। পোলা মনের দুঃখে কেরালা ছাইড়া ফিল্মে কাম শুরু করে।

ছয় মাস গেল গা। ফিল্মে র কামে তাজমহলে মাইয়া-পোলার দেখা। কিছু কমন ডায়লগ, আবার গান অ্যান্ড ভ্যাদর ভ্যাদর ভ্যাদর ভ্যাদর.... হ্যাপি এন্ডিং। এইবার উপলব্ধি। এই মুভিটা দেখার পর আমার ভাল লাগছে।

মনে হইসে টাইমটা লস হয় নাই। মুভিতে বড় কোন অ্যাক্টর নাই, খুব এক্সপেন্সিভ কোন লোকেশন নাই, কোন অ্যাকশন নাই, তেমন একটা কান্নাকাটি নাই, কস্টিউম মনে হয় না খুব দামী। মিউজিক করসে নাকি এ আর রহমান, এইটা ছাড়া আর কোন বড় খরচ খুইজা পাইলাম না। বুঝতেই পারতেসেন লো বাজেটের মুভি। মেকিং টা ভাল, কোন জায়গায় ওভার অ্যাক্টিং মনে হয় নাই।

এবং সবশেষ কথা হইল মুভি হিট। কিছু দিন আগে একটা পোস্ট পড়সিলাম মুভি নিয়া। মুভি স্পেশালিস্ট এক ভাই লিখসিলেন। এই সেই পোস্ট, উনার পয়েন্ট ছিল এই রকম গল্প নিয়া হলিউড-বলিউড-টালিউড-(ক,খ,গ,ঘ)লিউড সবাই মুভি বানায়। বাংলাদেশও বানায়।

মাগার বাংলাদেশের মুভি মাইনষে দ্যাহে না ক্যা??? স্যাড বাট ট্রু – বাংলাদেশে এ রকম কোন ডিরেক্টর আসলেই নাই। নাই,নাই,নাই । এই টাই বাস্তব। হ্যারা কইতে থাকুক যে আমগো বাজেট দেয় না, আমগো টেকনলজি নাই, হ্যান,ত্যান,ভ্যান.... আসল নির্মম সত্য হইতেছে আমগো আসলেই মেধাবী ডিরেক্টর নাই। আমাদের এমন ডিরেক্টর নাই যে লো বাজেটে, লো কাস্টিং এ, নরমাল গল্প দিয়ে ভাল ছবি বানাতে পারে।

এই উপলব্ধি হওয়ার পর হতাশায় বাথরুম না চাইপা উপায় কী ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.