ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২০ সাল নাগাদ বাংলাদেশে প্রতিবছর মোট মৃত্যুর ৭০ শতাংশই ধূমপানজনিত বিভিন্ন রোগে হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশ্ব তামাকমুক্ত দিবসে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানিয়ে ধূমপান ত্যাগ এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ বলেন, “গবেষণায় দেখা গেছে, সিগারেটের প্রতি দমের সঙ্গে প্রায় ৪ হাজার ক্ষতিকর উপাদান ফুসফুসে ঢোকে। এর মধ্যে ৬০ রকম ক্যান্সার উৎপাদকারী উপাদানও রয়েছে। ”
কানাডার ওয়াটার লু ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিওফ্রে টি ফং এর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে অধ্যাপক মামুন বলেন, “তিনি দেখিয়েছেন, ২০২০ সাল নাগাদ বাংলাদেশের মানুষের বাৎসরিকভাবে মোট মৃত্যুর ৭০ শতাংশেরই কারণ হবে ধূমপানজনিত বিভিন্ন রোগ।
”
আর্টজোন আয়োজিত ‘ফ্রুটফিল এন্টি স্মোকিং পারফরমেন্স আর্ট’ শীর্ষক ধূমপানবিরোধী এই সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী।
তরুণ প্রজন্মকে ধূমপানে নিরুৎসাহিত করে তিনি বলেন, “এটি কোনোদিক থেকেই লাভজনক নয়। ধূমপান আর্থিক, শারীরিক ও মানসিকভাবে একজনকে যেমন ক্ষতিগ্রস্ত করে, তেমনি সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত করে। ”
ধূমপানকে নিরুৎসাহিত করতে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসাবে ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন সারাবিশ্বে প্রায় ১৪ হাজার মানুষ ধূমপানের কারনে মারা যায়।
অনুষ্ঠানে লেখক-সাংবাদিক আনিসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক শফি শাহীন ও প্রাণ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জাকারিয়া জুলফিকার বক্তব্য রাখেন।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় আর্ট জোনের এই এন্টি স্মোকিং পারফরমেন্স আর্টের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বি কুল, ডোন্ট বি আ স্মোকিং ফুল’।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে একই অনুষ্ঠান হয়।
তামাকবিরোধী এই প্রচার কার্যক্রমের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, রেডিও টুডে, দৈনিক যুগান্তর এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩০০ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।