আমাদের কথা খুঁজে নিন

   

২০২০ সনের কাষ্টমার কেয়ার



>>> >>> অপারেটর : পিজা হাটে আপনাকে স্বাগতম। >>> >>> কাষ্টমার: "হ্যালো...আমি কি একটা....." >>> >>> Operator : "আমি কি আপনার মাল্টি পারপাস কার্ড নম্বর টা জানতে পারি? >>> >>> Customer: "একটু ধরুন....৬১০২০৪৯৯৯৮-৪৫-৫৪৬১০>>> >>> Operator : "ওকে.. আপনি.....মি: রাহুল চৌধুরী,, আপনি কল করেছেন ১৭, জাহান রোড, ধানমন্ডি থেকে। আপনার হোম নম্বর ০২৩৯৮৭৮৪৭, অফিস নম্বর ০২৪৭৬৫৬৪৩ আর মোবাইল ফোন নম্বর ০১২২৭৬৭৬৩৫। আপনার সব তথ্য সঠিক হলে ১ চাপুন, সঠিক না হলে ২ চাপুন, তথ্য সঠিক করতে চাইলে ৩ চাপুন। >>> >>> Customer: "আপনি আমার সব ফোন নম্বর পেলেন কি করে? >>> >>> Operator : "আমরা ইনফরমেশন সিস্টেম সার্ভারের সাথে কানেকটেড স্যার।

>>> >>> Customer: "হুমম..আমি কি একটা সিফুড পিজা অর্ডার করতে পারি?" >>> >>> Operator : "এটা আপনার জন্য ভাল হবে না স্যার" >>> >>> Customer: "মানে কি???" >>> >>> Operator : "আপনার মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী আপনার উচ্চ রক্তচাপ আছে এমনকি কোলেষ্টেরলের মাত্রা ও অনেক । >>> >>> Customer: "কি?... উহ্.....তাহলে আপনি কি অর্ডার করতে বলছেন?" >>> >>> Operator : "আমাদের কম চর্বি যুক্ত হক্কিনমি পিজা আপনার জন্য উপযুক্ত, আমি নিশ্চিত এটা আপনি পছন্দ করবেন। >>> >>> Customer: "আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? >>> >>> Operator : "স্যার, গত সপ্তাহে আপনি ন্যাশন্যাল লাইব্রেরী থেকে "পপুলার হক্কিন ডিশ" নামের একটি বই নিয়েছিলেন >>> >>> Customer: "ওকে, ঠিকআছে, আমাকে চারটি ফ্যামিলি সাইজ হক্কিনমি পিজা দিন। দাম কত পড়বে? >>> >>> Operator : "স্যার, আপনার ১০ জন সদস্যের পরিবারের জন্য তিনটি পিজাই যথেষ্ট যার সর্বমোট দাম ৯৬৭ টাকা। >>> >>> Customer: "আমি কি ক্রেডিট কার্ডের সাহায্যে বিল পে করতে পারি? >>> >>> Operator : "দু:খিত স্যার, আপনাকে ক্যাশ পে করতে হবে।

আপনার ক্রেডিট কার্ডের লিমিট ওভার হয়ে গেছে এবং আপনি গত সেপ্টেম্বরে ব্যাংক থেকে ১,৫০,০০০ টাকা লোন নিয়েছেন। তার সাথে আপনার হাউজিং লোন বাকি । >>> >>> Customer: "ওহ্ নো !!!! ঠিকআছে, আমাকে পাশের এটিম বুথে যেতে হবে, খুর সম্ভবত আপনার সার্ভিস প্রোভাইডার আসার আগেই আমি টাকা তুলে আনতে পারবI >>> >>> Operator : "দু:খিত স্যার, আপনি সেটা পারবেন না। রেকর্ড অনুযায়ী, আপনি আজ সকালে আপনার ডেইলী লিমিট তুলে ফেলেছেন। >>> >>> Customer: "ঠিকআছে ঠিকআছে,,পিজাগুলো পাঠিয়ে দেন, আমার কাছে ক্যাশ আছে।

কতক্ষন সময় লাগবে? >>> >>> Operator : "৪৫ মিনিট লাগবে স্যার। তবে যদি আপনার আরও দ্রুত প্রয়োজন হয় তাহলে আপনি নিজে সংগ্রহ করতে পারেন আপনার মোটর বাইকে করে যার রেজিস্ট্রেশন নম্বর ১১২৫.... >>> >>> Customer: " ????" >>> >>> Operator : "আর কিছু লাগবে স্যার?" >>> >>> Customer: "নাথিং ... বাই দি ওয়ে... বিগ্গাপন অনুসারে তিনটা ফ্রি কোলা দিচ্ছেন তো? >>> >>> Operator : "নরমালি আমরা দেই স্যার, তবে আপনার রেকর্ড অনুসারে আপনার ডায়াবেটিস আছে। >>> >>> Customer: "#$$^%&$@$%^" >>> >>> Operator : "স্যার, আমার মনে হয় আপনার ভাষাগত শালীনতা বজায় রাখা উচিত। আপনার নিশ্চই মনে আছে ২৪শে মে, ২০০৩ আপনি অশালীন ভাষা ব্যবহারের জন্য পুলিশ কর্তৃক আটক হয়েছিলেন। >>> >>> Customer: [Faints]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.