তিনি বলেন, “অর্থনীতি যেভাবে সমৃদ্ধ হচ্ছে সে ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের আগেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। ”
“তবে দেশের ব্যাংকিংখাত একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে সক্ষম হলেও তহবিল সীমাবদ্ধতার কারণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সে পর্যায়ে পৌঁছতে পারেনি। ”
এজন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করতে সরকরি-বেসরকারি ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।
রোববার সকালে সিলেটের একটি হোটেলে সিলেট ও কিশোরগঞ্জ অঞ্চলের ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আতিউর এসব কথা বলেন।
গত চার বছরে বাংলাদেশের অর্থনীতিতে ৬ দশমিক ২৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এ সময়ে গোটা দুনিয়ায় গড় প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ।
বাংলাদেশে এ সময়ে শুধু দারিদ্রের হার নয়, এর সংখ্যাও কমেছে বলে উল্লেখ করে আতিউর।
তিনি বলেন, দারিদ্রের হার এখন ২৭ শতাংশের নিচে নেমে এসেছে। গত চার বছরে গড় দারিদ্র কমেছে ২ শতাংশ।
“গত দুই দশকে দেশে ২ কোটি ২০ লক্ষ মানুষ দরিদ্রতাকে ছাপিয়ে গেছে। ”
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের মহাব্যবস্থাপক সুলতান আহমদ, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।