কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড ১। আমার চারপাশে দেয়াল তুলে, আমি নিজেই অন্ধকারের আস্তিনে সিঁধিয়ে আছি- এখানে তো চৈত্রসন্ধ্যা নেই, এখানে রাত্রির পাহারায় চূর্ণপূর্ণিমা নামেনা সহসা, তুমি যদি অন্ধকারতর অমাবস্যা চাও সুনিশ্চিত এখানেই গন্তব্য তোমার। ২। ফেরেশতারা দ্বিধাস্বরে বলে- দীর্ঘজীবী হও এ কামনা আমাদের তরে নয়.. আমি দ্বিধা নিয়ে বলি- তোমার জন্য অপেক্ষমাণ! ৩। আকাঙ্খা, মদালস রমণযোগ্য স্বপ্নে ছুঁতে চায় নগ্নিকা হে তুমি যতদুর বৃষ্টির দেশে, দিনভর তৃপ্তিহীন চোখ জ্যামিতিক উল্লাসে তোমার দ্রুতনামা ক্ষরণের শব্দ শোনে। (চোখ কি শুধুই দেখে, শোনেও কখনও!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।