আমার জন্য বেদনারা দরজা খুলে দাড়িয়ে থাকে; আমি ভেতরে ধুকতেই ওরা আমাকে জড়িয়ে ধরে, আমাকে নিয়ে খেলা করে,আদর করে,চুমু খায়, আর আমি নীরবে কেঁদে উঠি; আজ কোথায় তুমি,ও আমার সুখ গৃহিণী। চলুন দেখে নেই কিছু বৈচিত্র পূর্ণ শারীরিক চিত্রকর্ম আমার মাঝে মাঝে মনে হয় আমরা সত্যি মানুষ ; না হলে এইসব মাথায় কেমনে আসে ! শুভ নববর্ষ তুমি চলে যাবে -------------------------------------------------- আমিত রাখিনি তোমার কোন চিঠি, আমিত রাখিনি তোমার কোন ছবি। দূর থেকে বহু দূরে – দূর নক্ষত্রের আড়ালে; তুমি চলে যাবে, গোলাপি মেঘের ভেলায় চড়ে। আমিত রাখিনি তোমার কোন স্পর্শ, আমিত রাখিনি তোমার কোন উপহার। দৃষ্টির সীমানা পেড়িয়ে – দৃষ্টির গহীন অন্তরালে; তুমি চলে যাবে, শঙ্খচিলকে চিরসাথি করে। আমি সবুজ ঘাসের পরে বসে রব – নীরব দর্শকের বেশে; কিছু বিস্মৃতি নিয়ে হেটে জাব, অজানা পথের ভাঙ্গা প্রান্ত দিয়ে। --------------- ১৭/০৪/১৯৯৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।