যুক্তরাজ্যে রয়েল কলেজ অফ আর্টের শিক্ষার্থীরা তৈরি করেছে এয়ারব্যাগের তৈরি কাপড়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ রকম বিশেষ কাপড় তৈরির পেছনে নির্মাতাদের মূল উদ্দেশ্য হল শরীরের সংযোগ শক্তিকে আরও বৃদ্ধি করা।
শারীরিক সমস্যার কারণে অনেকেই ঠিকভাবে হাঁটতে পারেন না। তাদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে নানারকম বায়োনিক লেগ। এসব প্রতিষ্ঠানের মতো রয়েল কলেজের শিক্ষার্থীরাও এ রকম ব্যক্তিদের সাহায্য করতে নতুন প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছেন।
নির্মাতারা জানিয়েছেন, কাপড়টি পরীক্ষাও করে দেখা হয়েছে। এ বিশেষ এয়ারব্যাগের কাপড়ের মাধ্যমে একজন ব্যক্তি বেশ স্বাভাবিকভাবেই হাঁটতে পারবেন।
বিশেষ এ কাপড়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর একটি নমুনা তৈরি করা হয়েছে মাত্র। তবে নির্মাতারা এর কার্যক্ষমতার বিষয়ে বেশ আশাবাদী।
বিবিসির সাইটে একটি ভিডিও ফুটেজে তারা নমুনাটি তুলে ধরেছেন এবং বিস্তারিত তথ্য জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।