ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আদর্শ সদর উপজেলার কোটবাড়ি রোডের বলরামপুর দিদার সমিতি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ওই রাতেই ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ অভিযুক্ত রিমন নামের একজনকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে জানাজা শেষে নিহত সোহেল আহমেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সিট বরাদ্দ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন আগে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন সশস্ত্র যুবক সদর উপজেলার বলরামপুরের (কাশিনাথপুর) বাড়ি থেকে ছাত্রলীগ নেতা সোহেল আহমেদকে ডেকে নেয়।
তারা তাকে দিদার সমিতি সংলগ্ন এলাকায় কুপিয়ে ও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সোয়া ১১টায় তিনি মারা যান। পুলিশ জানায় সোহেলের ঘাড়ে, গলায়, বুকে এবং বাম হাতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত সোহেল আহমেদ (২৫) ওই গ্রামের প্রবাসী সেলিম ভূঁইয়ার ছেলে। ৩ ভাইয়ের মধ্যে তিনি বড়।
ওই হত্যাকাণ্ডের পর কুমিল্লা পলিটেকনিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে নিহতের পিতা সেলিম ভূঁইয়া বাদী হয়ে নগরীর দক্ষিণ চর্থার ফেরদৌস (২৮), দৌলতপুরের রোবেল (২৬), শরীফ (২৮) ও পলিটেকনিকের ছাত্র রিমনসহ (২২) অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ মামলায় অভিযুক্ত রিমনকে ঘটনার রাতেই গ্রেপ্তার করেছে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।