অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি
গতকাল রিক্সা দিয়ে বাজারে যাওয়ার সময় হঠাৎ গ্রামীণফোন সেন্টারে চোখ পড়লো ।
দেখলাম সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে যে " গ্রামীণফোন এর বন্ধ সিম চালো করলেই ৪ টাকায় আনলিমিটেড ইন্টারনেট
আর যেকোনো অ্যামাউন্ট রিচার্জে ২০০% বোনাস" দেখে আমার মাথা ঘুরে গেল ।
তারপর তাড়াতাড়ি haramiphone.com ভিসিট করলাম । এবং বিস্তারিত দেখলাম । বিস্তারিত দেখে আমার মনটা খারাপ হয়ে গেল ।
অফার এর শর্তসমুহঃ
১। ক্যাম্পেইনটি চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস পাওয়া যাবে।
২। রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যেই গ্রাহক রিচার্জ বোনাস পেয়ে যাবেন।
৩।
গ্রাহক এই পুরো ক্যাম্পেইনটি চলাকালীন মাত্র ৪ টাকায় প্রতিদিন উপভোগ করতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট।
৪। রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ০.০২ টাকা/কিলোবাইট হিসেবে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।
৫। মাত্র ৪ টাকায় প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে, গ্রাহককে অবশ্যই মিনিপ্যাক পে পার ইউজ (পি ১) প্যাকেজটি অ্যাক্টিভেট করতে হবে ।
প্যাকেজটি অ্যাক্টিভেট করতে ডায়াল করতে হবে *৫০০*১# অথবা P1 লিখে এসএমএস পাঠাতে হবে ৫০০০ নম্বরে।
৬। প্রতিদিন ১০এমবি ইন্টারনেট ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
৭। প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ জানতে ডায়াল করুন *৫৭৭*৫# নম্বরে।
৮। রিচার্জ বোনাস অ্যামাউন্ট গ্রাহক শুধু মাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে ৪৯/৫০ পয়সা কল প্রযোজ্য থাকবে না।
৯। রিচার্জ বোনাসের অ্যামাউন্ট এবং মেয়াদ চেক করতে ডায়াল করুন *৫৬৬*৯# নম্বরে।
১০।
সকল ট্যারিফ ও পালস্ পূর্বের নিয়ম অনুযায়ী থাকবে।
১১। মাই জোন-এ রেজিস্টারকৃত গ্রাহক তাদের ডিসকাউন্ট রেটের সাথে বোনাস অ্যামাউন্ট ব্যবহার করতে পারবেন না, কিন্তু তারা এই বোনাস তাদের ট্যারিফ প্লান-এর বোনাস হিসেবে ব্যবহার করতে পারবেন।
১২। ১৫% ভ্যাট প্রযোজ্য।
১৩। এই অফার শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৩০ জুন ২০১২ পর্যন্ত।
কি বুঝলেন ১০ এমবি ইন্টারনেট দিয়ে বড় করে লিখে ৪ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ।
অফার ১ টা আর শর্ত এতগুলা!!!!
শ্রেষ্ঠ হারামির পদক পাবে গ্রামীন ফোন ।
আরও জানতে দেখুনঃ Click This Link
গ্রামীনফোন থেকে দূরে থাকুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।