গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী ফিলিপাইনের শিক্ষাবোর্ডের গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর গণিতের এসব পাঠ্যবই ছাপানো শেষে বৃহস্পতিবার এর চালান হস্তান্তর করা হয়। বসুন্ধরার এ ছাপাখানায় মোট ৯৮ হাজার ৪০০টি পাঠ্যবই ছাপানো হয়েছে। এদিন বিকেলে সিঙ্গাপুরভিত্তিক এলকেম প্রাইভেট কোম্পানি লিমিটেডের কাছে এ বইয়ের চালান হস্তান্তর করা হয়। আমার মন্তব্য: আর আমাদের শিক্ষাবোর্ডের বই ভারতের প্রেসে ছাপা হয়। এটা নির্লজ্জ ভারত প্রেম এর নমুনা।
বর্তমান সরকার ভারতের দয়ায় ক্ষমতায় এসে এখন তাদের দায় পরিশোধ করে চলছে !!
অথচ এই বছর এমন কি গত বছরও আমরা ভারত থেকে বই ছাপিয়ে নিয়ে আসেছি !! আমার প্রধানমন্ত্রী বলেন '''আমার থেকে দেশ প্রেমিক আর কে আছে ''' !! লিংক ঃ পাঠ্য বইয়ে ছাপাখানার ভূত 'ভারতের পিতম্বরা নামের ছাপাখানা থেকে ছাপানো তৃতীয় শ্রেণীর বাংলা বই এখানে (ময়মনসিংহে) বিতরণ করা হয়। এতে দেখা যায়, বইয়ের ৮৩ থেকে ৯৮ পর্যন্ত পৃষ্ঠা নেই। ৪৫ থেকে ৫৮ পর্যন্ত পৃষ্ঠা দুইবার সংযোজন করা হয়েছে। চতুর্থ শ্রেণীর সমাজ বইয়ে ২৯ থেকে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত নেই। একই বইয়ের ৬০ পৃষ্ঠার পর ৪৫ থেকে শুরু হয়ে ৬০ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয়বার সংযোজন করা হয়েছে।
' চলতি বছরের প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্য বই নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও বোর্ডে এভাবেই মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের বিনা মূল্যে বিতরণ করা প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ে ভুলের এই ভয়াবহ চিত্র শুধু ময়মনসিংহের নয়, গোটা দেশেরই। এ পর্যন্ত ৫০টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা পাঠ্য বই নিয়ে এ রকম অবিশ্বাস্য সব অসংগতির কথা উল্লেখ করে মূল্যায়ন প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠিয়েছেন।
গত বছর ও এইবছর বই ইন্ডিয়া থেকে ছাপা হইছে !! বাহ বাহ !! আমাদের বন্ধু মানুষ তো !! ওদের নাকি কাম কাজ নাই , আর আমাদের কামের অভাব নাই তাই ওদের কিছু কাম কাজ দেই আর কি !!
বসুন্ধারা কেন ইসলাম পুরে দেক সরকার পাঠ্য বইয়ের কাম , ঠিক মতো সময় পোছিয়ে যাবে যদি দুর্নিতী না করে , কিন্তু এইডা কেমবাইক হইবে !!
জয় বাংলা !! জয় বাংলা !! ( দেশ প্রেমিকের প্রেম দেখে আমি মুদ্ধো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।