আবারও অশালীন বক্তব্যে সংসদ অধিবেশন উত্তপ্ত। বিরোধীদলীয় সাংসদ রেহানা আক্তার রানুর বক্তব্যের জের ধরে আজ রোববার এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারি দলের সাংসদদের কটাক্ষ করে বক্তব্য দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বারবার রেহানা আক্তারকে বাজেটের ওপর আলোচনার জন্য বললেও তিনি অশালীন বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় সরকারদলীয় সাংসদেরা এর প্রতিবাদ জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কয়েকবার রেহানা আক্তারের মাইক বন্ধ করে দেন। এরপর মাগরিবের আজানের সময় হলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশনের বিরতি দেন।
টিআইবির উদ্বেগ
জাতীয় সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধের অনুরোধ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে টিআইবির সদস্যদের বার্ষিক সভায় এ আহ্বান জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জাতীয় সংসদের পবিত্রতা রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকারকে।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল তাঁর বক্তব্যে জাতীয় সংসদের ভাবমূর্তি রক্ষার জোর দাবি জানান। তিনি বলেন, ‘সংসদে যাঁরা আছেন, তাঁদের কোনো অধিকার নেই একে অপবিত্র করার। আমরা নাগরিকেরা সংসদ সদস্যদের সেই অধিকার দিইনি। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।