শুধু জানার ইচ্ছা
বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে সাকিবের নামে দুয়ো দিচ্ছিলেন একদল দর্শক। অশালীন কিছু নয় ‘ভুয়া, ভুয়া’ বলে মনের জ্বালা মেটাচ্ছিলেন। চরম ব্যাটিং ব্যারথতার পর দর্শকদের সম্মান দেখানো দূরের কথা পেছনে আঙ্গুল দেখিয়ে উল্টো তাদেরকে জব্দ করলেন সাকিব। ফিল্ডিং থেকে ফেরার পথে হাত দুটো সামনে এনে, সেই দুই আঙ্গুল সোজা করে দেখান। এই ঘটনার হতবাক হয়ে যান দর্শকরা।
শুক্রবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শেষে স্যাটেলাইট টিভি চ্যানেল স্কাই স্পোর্টসের পর্যালোচনায় ঘটনাটি তুলে ধরেন আথারটন। অনুষ্ঠানে একে অশালীন অঙ্গভঙ্গী হিসেবে উল্লেখ করেছেন মাইক আথারটন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।