আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । এদিকে - ওদিকে , সর্বত্র তোমরা
আমাকে দেখেছো , দেখছ
আমায় সবাই প্রশ্ন করো ,
আমি কে ? আমি কি চাই ?
তবে বলছি আমি , শুনে রাখো কান খুলে ,
আমি হচ্ছি সেই মানুষ যাকে তোমরা থেঁতলে দিয়েছো
যখন আমার বাবার কাছে থেকে তোমরা
জমির শেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছিলে
তখন আমার মুখ থেঁতলে গিয়েছিলো ।
আমার মাকে বাড়ি বাড়ি কাজ করার সময়ে
কতশত বার কর্তাবাবুরা ধর্ষন করেছিলো
সেই হিসাব তোমরা কেউ রাখোনি ,
আমি রেখেছি , আমার চোখ থেঁতলে গিয়েছিলো ।
আমার বোন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে
কাজ করতে চলে যেত গার্মেন্টসে ,
রাতে ফিরে বোনের শুকনো মুখ দেখতে পেতাম
তবু আমি তাকে কাঁদতে দেখিনি কখনো ।
সেই বোন আমার চোখের পলকে একদিন
বেশ্যা হয়ে গেলো , সে আর ঘরে ফিরে এলোনা ।
তার কাছে প্রতিদিন নানা মানুষ দাবি নিয়ে আসে ,
তাকে পিষে , ধরে , চেপে ক্ষুধা মিটিয়ে
তারা তৃপ্তমুখে , বীরদর্পে ফিরে চলে যায় ।
আমার বোনের খাওয়ার ক্ষুধা আর নেই
কিন্তু আমার হাত দুটো থেঁতলে গেছে ।
এই যে দেখো আমাকে তোমরা ,
আমার ভাইটিকে তোমরাই হত্যা করেছিলে
নির্জন , খোলা , সুবিশাল প্রান্তরে তাকে
কত সহজেই খুঁচিয়ে হত্যা করা হয়েছিলো ।
সেই রাস্তার পাশ দিয়ে রক্ত আজও গড়িয়ে পড়ে
আমার পা দুটো তখন থেকেই থেঁতলে গেছে ।
এখন কি চেনা যায় ? চিনতে পারো তোমরা ?
হ্যা এবার ঠিক ধরেছো , এই আমি সেই আমি
এই আমি তোমাদের আনন্দ , সুখের জীবনে মলত্যাগ করে
এই আমি তোমাদের সভ্য , সুশীল , মেঠো সংস্কৃতির মুখে
প্রতিদিন হাতুড়ির বাড়ি দিয়ে যায় , দিয়ে যাবে আমৃত্যু ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।