আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটি মেঘের প্রেয়সী হতে চেয়েছিল

আমার একলা আকাশ.... মেয়েটি কভু ঝড় হতে চায়নি চেয়েছিল এক পশলা বৃষ্টি হতে মেয়েটি তপ্ত দুপুর হতে চায়নি হতে চেয়েছিল পূর্ণিমা রাত সে অথৈ জলে সুনামি হতে চায়নি শান্ত এক সমুদ্র হতে চেয়েছিল মেয়েটি কখনোই পদ্ম হতে চায়নি চেয়েছিল শুভ্র গোলাপ হতে। কখনো তার কোকিল হওয়ার বাসনা জাগেনি হতে চেয়েছিল ভোরের ছোট্ট দোয়েল সে কারো পোষা ময়না হতে চায়নি চেয়েছিল সবুজ ঘাসফড়িং হতে অট্টালিকার স্বপ্ন তার কখনোই ছিলনা সে স্বপ্ন দেখতো পাহাড়ি কূড়ে ঘরের। যার ভাবনা ঝরে পড়তো ঝর্ণা ধারা হয়ে মেয়েটির চোখে স্বপ্ন খেলা করতো, কঁচু পাতার টলটলে জলের মতন ঠোঁটে হাসি খেলে যেতো পাহাড়ের আড়ালে মেঘেদের লুকোচুরি দেখে। শহুরে যান্ত্রিকতায় সে বড় বেমানান মেয়েটির মন ভরে যেত কলমি ফুলের দুল দেখে হীরে মানিক জহরতের দুলে নয় মেয়েটি জলপাই রঙ্গের তাঁতের শাড়ীতে সুখ খোঁজে মুখ গুজে তাল পাতার ছাউনিতে। নগ্ন পায়ে চঞ্চলা হরিনী হয়ে ছুটে চলা খুব প্রিয় লতাপাতার দোলনায় নিত্য তার দোল খেলা শহুরে গাড়ীঘোড়ার দোলে তার কষ্ট বাড়ায়। মেয়েটি স্বপ্ন ছূঁতে চেয়েছিল আকাশের ভাঁজে রাত কাটাতো জোস্নার শত আলোর মাঝে মেয়েটি পাহাড়ের খুব সাধারন মেয়ে হতে চেয়েছিল চেয়েছিল শান্ত স্নিগ্ধ নির্মল মেঘের প্রেয়সী হতে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।