মেয়েটি কোনো কথা শোনেনি তার মায়ের,
বাবার চলে যাবার পর সে যেন জেদী হয়ে গেছে আরো।
সাতদিন সে চুল বাধেঁনি,
জানালা দিয়ে সারাদিন ,সারারাত ধরে ,
সে শুধু পড়েছে আকাশের শুন্যতা।
তারপর বালিশের নিচে একটা চিরকুট রেখে,
বাবার ছবিকে একবার প্রণাম করে
সে হেটে হেটে চলে গেছে তার প্রিয় যুবকের সাথে।
বাস পথ ধরে , ট্রেন পথ ধরে, হাজার সমুদ্র ঘুরে
ওরা কবে যে আসবে ফিরে,
এইসব ভাবতে ভাবতে মা এখন দাড়িয়ে থাকেন
সারাদিন আকাশ জানালা ধরে।
সারাটা আকাশ জুড়ে এখন এক ঝলমলে আলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।