আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটি

দেশপ্রেমের স্রোতে ঘুরে ফিরি

ফুল ফুল ফুল ফুল কিনবেন আপা, বাদল দিনের কদম ফুল। সুরাইয়া কণ্ঠ ছাড়ে ছোট্ট মেয়ে ছিন্ন কাপড় পরনে। ফুল কিনবেন আপা ? আবার কণ্ঠ ছাড়ে জ্যামে আটকা মার্সিডিজ গাড়ীর পাশে উৎসুক দৃষ্টিতে হেলে দাঁড়িয়ে। দাম চুকাতে ম্যাডাম হাত ব্যাগের চেইন খুলে। ওদিকে ম্যাডামের পাশে বসা বই হাতে সুরাইয়ার সমবয়সী মেয়েটি সদ্য কেনা ফুলটিকে চুমা খায় ‘ওয়ান্ডার ফুল’ বলে তৃপ্তিতে হাসে । গাড়ি ছেড়ে যায় , মেয়েটি স্কুল থেকে বাড়িতে কিংবা পড়ার টেবিলে ফিরে আর সুরাইয়া আবার কন্ঠ ছাড়ে- ফুল কিনবেন , ফুল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।