আমাদের কথা খুঁজে নিন

   

আমি অসময়ের ঝরা পাতা

দিগন্তের উপর মাথা তুলে দাড়াতে চাই তোমার কবিতার নায়িকা হতে পারিনি তাতে কী! না হয় পাতা কুড়ানি হয়েই থাকতাম সেই যে লিখেছিলে , তুমি এক ঝরে যাওয়া শুকনো পাতা, বিচ্ছেদে পড়ে আছো- কোন এক পাতা কুড়ানি এসে তোমায় নিয়ে যাবে হয়ত আমিই তো সেই অভাগা! শুকনো পাতাটি কুড়িয়ে হৃদয়ের উঠানে রেখেছিলাম বুকের তাঁজা রক্ত, বিশুদ্ধ অক্সিজেন চোখের জল-সবই তো দিলাম তুমি হলে স্বজীব প্রাণবন্ত, আর আমি নির্জীব তবু তোমার সুখে সুখী বোকা আমি : অভাগার কপালে কি সুখ সয়? ঝড়ো হাওয়া আমার সবুজ পাতাটিকে উড়িয়ে নিল- নাকি নিজেই উড়ে গেল, কে জানে! শুধু জানি, নিয়ে গেল অর্ধেক প্রাণ-চোখ মুখ মাথা আর আমি হলাম অসময়ের ঝরে যাওয়া নিঃপ্রাণ পাতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।