আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
নিতান্তই দুর্বল আমি,
অসময়ের গোধূলিতে,
এক নিরুপায় আগন্তুক।
শত অক্ষমতার ভিড়ে,
স্বপ্নভঙ্গের কাঙ্ক্ষিত ভারে,
এক দুর্বিনীত বেহায়া।
অশনির ভেলায় তাই;
দিয়ে গা ভাসিয়ে,
করিতে চাই নিমিষেই,
রাজ্যের ধরাকে সরা।
আর...
হোঁচট খাই তখনই,
দিয়ে ক্ষিপ্র সাড়া,
ব্যর্থতার ইশারায়।
কারণ আমি যে আজ,
হতাশাবাদীদের লাইনে দাঁড়িয়ে,
নিশীথিনীর নিবিড় প্রহরায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।