সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
ভুল করিয়া আমি একদিন
তাড়িয়ে দিলাম যারে
একলা এই বিজন রাতে
খুঁজে ফিরি তারে
আমি খুঁজে ফিরি তারে
খুঁজে মরি তারে
আমি খুঁজে মরি তারে।
কামনার এই আগুন ঝরা রাতে
বসলো না কেউ আমার পাশে
হাত রেখে হাতে
আমার হাত রেখে হাতে।
কষ্টে কাটে এই বিরহী রাত
এলোনা কেউ আপন হয়ে
দুঃখ নামে দুচোখ বেয়ে
যাচ্ছে চলে
বাদল ঝরা শ্রাবণ বরষাত।
জোসনামাখা ধূসর বালুচরে
একলা হাঁটি একলা আমি
আমার কেমন কেমন করে
আমার কেমন কেমন করে।
গাঙে অথৈ পানি আমার
উথাল পাতাল ঢেউ
নাও ভাসায়ে ধরলোনা গান
পরাণ ভইরা কেউ
বন্ধু পরাণ ভইরা কেউ।
বৃথা এ জল নদীর জোয়ার
ঢেউ ঢেউ আর ছলাৎ ছলাৎ
বিফল সময় নিরবধি
বান্ধব আমার হইলোনা কেউ আজোবধি।
আবার যদি বন্ধুরে তুই
আসিস আমার ঘরে
ছাড়ব না ছাড়ব না আমি
ছাড়ব নারে তোরে
এক পলকে নেব আপন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।