সত্য অপ্রিয় হলেও বলতে চাই প্রিয় মানুষকে, সন্তানের পিতাকে, স্ত্রীর স্বামীকে কেউ যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলে, নিকটজনের বা ভক্তদের প্রথম চাওয়া হয় সেই বর্বরোচিত হত্যার বিচার। তাকে মারার পর যারা লাশ পর্যন্ত গায়েব করে দিল সেই জঘন্য কাজের কেউ বিচার চায় না কেন? শোনা যায় তাকে যে মেরেছে সেও নিহত হয়েছে, কিন্তু তাতে তো বিচারের কিছু যায় আসে না। মৃত ব্যক্তিরও তো বিচার হয় সাজা ঘোষিত হয়। তার উপরে সেই হত্যান্ডের পরিকলপনাকারী কারা ছিল সেটা তে বিচারে বের হয়ে আসে। অশ্চর্য না? এত ভক্ত, স্ত্রী, ছেলেরা কেউই বিচার চায়না কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।