আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের কোনো রাজনৈতিক দল নেই

আরশীতেমুখ সাংবাদিক সাংবাদিকতা সাংবাদিকদের কাছে জনগণের একটি পবিত্র আমানত। এই আমানত বিনষ্ট করার কোনো অধিকার তাদের (সাংবাদিকদের) নেই। শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) দেবীদ্বার প্রেসক্লাব আয়োজিত, ১৩ এপ্রিল দেবীদ্বার সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষ্যে “বালাদেশ সাংবাদিক হত্যা-নির্যাতনের অতীত বর্তমান: সাংবাদিকদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মন্তব্য করেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে না। কিন্তু দু:খ জনক হলেও সত্যি যে, কোনো কোনো সংবাদ পত্রের মালিক ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থে সংবাদপত্র ও সাংবাদিকদের ব্যবহার করছেন।

এই ধারা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে দেবীদ্বার প্রেসক্লাবে ঢুকে সন্ত্রাসীরা কয়েক জন সাংবাদিককে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে। ওই ঘটনার স্মরণে প্রতিবছর আলোচনা অনুষ্ঠান করে কুমিল্লার দেবীদ্বারের সাংবাদিক সমাজ। এ সময় বক্তারা সাংবাদিকদেও বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে ১০ দফা দাবী তুলে ধরেন। গোলটেবিল বৈঠকে দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এবিএম গোলাম মোস্তফা, আব্দুল আউয়াল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।

ইনিউজ/এসআর/এফএ/১৯.০৫ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.