পেপসি সাংবাদিকদের ৩ লাখ টাকা দেবে ক্রিকেট খেলার জন্য। ট্রান্সকম বেভারেজেরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ক্দ্দুুস বলেছেন কত টাকা লাগবে আমি দেব আপনারা খেলতে থাকেন। শুধু কী খেলা চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। সাংবাদিকেরা যদি পেপসি খাইয়া ব্যাট বল নিয়ে দৌড়াতে-দৌড়াতে হাপিয়ে যায় তাহলে সংবাদ লিখবে কে? না কি পেপসি নিজেই তাদেরকে ঘুম পাড়ানোর জন্য এ কাজ করতে চাচ্ছে। যে নে বাবা তোরা ঘুমা আমরা ব্যবসা করে গেলাম তোদের দেশে, স্বাী থাকল পরথম আলু।
আগামীকাল ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ডিআরইউ-পেপসি আন্ত:হাউজ ক্রিকেট টুর্নামেন্ট। সকাল ১১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এর উদ্বোধন ঘোষণা করবেন। শুক্রবার ডিআরইউ সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডিআরইউ ’র ক্রীড়া সম্পাদক একেএম কামরুজ্জামান হিরু।
এবার আটটি গ্রুপে মোট ৩০ টি দল অংশ গ্রহণ করবে । ঈদের আগে খেলা শেষ করার জন্য এবারের খেলা নকআউট পর্বে হবে বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম।
ট্রান্সকম বেভারেজেরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ক্দ্দুুস ডিআরইউ’র সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক পথিক সাহা, , টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনোয়ার হক প্রমূখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।