আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের ভয়ে কথা বলা কমিয়েছেন বাণিজ্যমন্ত্রী

একজন অলস মানুষ আমি

সাংবাদিকদের ভয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. ফারুক খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমার ১০-১৫ মিনিটের বক্তব্যের যে অংশ সাংবাদিকদের পছন্দ হয়, সেটাই মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পারে। এ কারণে আমি সাংবাদিকদের খুব ভয় পাই। তাদের ভয়ে এবং শুভাকাঙক্ষীদের পরামর্শে কথা বলা কমিয়ে দিয়েছি। খবর বিডিনিউজের।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোবায়েত ফেরদৌস ও অজয় দাশগুপ্ত সম্পাদিত ব্যবসায় সাংবাদিকতা বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য দিচ্ছিলেন তিনি। সাংবাদিকরা যাকে যেভাবে উপস্থাপন করে তিনি সেভাবেই উপস্থাপিত হন মন্তব্য করে ফারুক খান বলেন, তাই সাংবাদিকদের ভুল তথ্য দেওয়ায় পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করে। সাংবাদিকরা যে সমালোচনা করে তা অবশ্যই গঠনমূলক হওয়া বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, সাংবাদিকের ভুল তথ্য পরিবেশন এড়াতে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের ব্যবসায় সাংবাদিকতা বইটি উপহার দেবে। দক্ষভাবে সাংবাদিকদের মোকাবেলায় তিনি নিজেও বইটি পড়বেন জানান বাণিজ্যমন্ত্রী।

আগামী চার বছরের মধ্যে ব্যাংক সুদের হার এক অংকে নামিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, ঋণখেলাপিরা এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক, ব্যাংকার মামুনুর রশীদ, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ, দৈনিক প্রথম আলোর ব্যবসায় সম্পাদক শওকত হোসেন মাসুম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইয়ের অন্যতম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অপর সম্পাদক অজয় দাশগুপ্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.