আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাংলাদেশের বিদ্যুত্‍ ।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । ভোর হওয়ার আগে দেখা দিয়ে যায়, সকাল বেলায় নাই । দুপুর বেলায় একটু আসে , আদঘন্টা পর নাই ।

বিকাল বেলায় বসে আছি , বিদ্যুত্‍ এর দেখা নাই । গোধুলী বেলায় একটু আসে , সন্ধা বেলায় নাই । রাত্রি কালিন দেখা মিলে , এক ঘন্টা তো পাই । এই সময় তে ভাত খেতে যায় , দেখি বিদ্যুত্‍ নাই । তখন আমি বসে থাকি , কখন তারে পাই ।

ঘুমাতে যখন যাই , বিদ্যুত্‍ একটু পাই । যখন বিছানা ঠিক করা শেষ , বিদ্যুত্‍ হয়ে গেল নিঃশেষ । রাত যখন বার টা , বিদ্যুত থাকে একটানা তিন টা । এটা হল আমার ডিজিটাল দেশের, বিদ্যুত্‍ এর অবস্থা । শহরের কথা জানিনা আমি , তাই লিখছি না ।

পৌরসভা এলাকায় এই অবস্থা , যাব কোথায় ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.