আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেঞ্চ ওপেনের খবর......

সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ.... ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের প্রথম রাউন্ডে আরও জয় পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ, রজার ফেদেরার, জাইলস সিমন। আর নারী এককে জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না এবং ম্যারিয়ন বারতোলি। নারীদের নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা প্রথম সেটে ৭-৬ গেমে হেরেছিলেন প্রতিপক্ষ ইতালিয়ান আলবেরতা ব্রিয়ান্তির কাছে। পরের সেটেই দেখালেন আপন রুদ্র মুর্তি। জিতলেন ৬-৪ গেমে।

আর তৃতীয় সেটটা ছিলো আরো সহজ। ৬-২ গেমে জিতে পরের রাউন্ড নিশ্চিত করলেন আজারেঙ্কা। জার্মানীর তুবিয়াস কামকের বিপক্ষে শক্ত হলেও বাকি দুই সেটে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। প্রথম সেট ফেদেরার জেতেন ৬-২ গেমে। পরের সেট জিততে একটু ঘাম ঝরাতে ফেদেরারকে।

সেট জেতেন ৭-৫ গেমে। তবে তৃতীয় সেট জিতে নেন ৬-৩ গেমে। নারীদের আরেক ম্যাচে রোমানিয়ান সোরেনা ক্রিস্টিয়াকে ৬-২, ৬-১ গেমের সরাসরি সেটে হারিয়েছেন লি না। পুরুষ এককে জয় পেয়েছেন নোভাক জকোভিচ। ইতালিয়ান পোতিতো স্টেরেসকে ৭-৬, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন জকো।

আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ ম্যারিয়ন বারতোলি। জয় পেয়েছেন গিলেস সিমনও। প্রথম সেটে যুক্তরাষ্ট্রের রাইয়ান হ্যারিসনের কাছে ৬-৩ গেমে হারেন তিনি। সমতা আনেন দ্বিতীয় সেটেই ৭-৫ গেমে জিতে। পরের দুই সেট ৬-৪, ৬-১ গেমে জেতেন সিমন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.