আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেঞ্চ একটি মধুর ভাষা...তবে



পাঁচ বছর পরপর নির্বাচন, নির্বাচন এখন আর উৎসব নাই, আতংক। জ্বালাও-পোড়াও, ভাংচুর। প্রান যায় নিরীহ মানুষের। আরে ভাই দেশ তো চালাবে বিএনপি বা আওয়ামীলীগ। ওদের জন্য প্রতি পাঁচ বছর বরাদ্দ করে দিলেই তো হয়।

বেঁচে যাবে অনেক টাকা, অনেক সম্পদ, অনেক প্রান। এর সুবিধা আরো আছে। যেহেতু পাঁচ বছর পর ক্ষমতা ছাড়তে হবে এবং বিরোধীদল ক্ষমতায় যাবে- সেহেতু দূর্নীতিও কমে যাবে। অন্যায় অত্যাচারের মাত্রাও কমে যাবে। কারণ বিচার হতে কেবল পাঁচ বছর দেরি- জানা থাকবে শাসক গোষ্ঠীর।

অন্তত দেশ কয়েকশদিন হরতাল থেকে তো বেঁচে যাবে। অর্থনৈতিক উন্নয়ন কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধি পাবে। কারণ একদিন হরতালে প্রায় ২০০ কোটি টাকার মাসুল দেয় দেশের অর্থনীতি। আর ছোট দলগুলো জোট করে তারাও কিছুটা ক্ষমতার স্বাদ নিতে পারে। এখন যেমন নিচ্ছে।

ডান-বাম সবাই খুশি। পাবলিকও খুশি। যেহেতু অদূর ভতিষ্যতে নতুন কোন দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই- সেহেতু এর থেকে উত্তম কোন প্রস্তাব মাথায় আসছে না। আর আপনি যদি গনতন্ত্রের কথা বলেন- তবে শোনেন " ফ্রেঞ্চ একটি মধুর ভাষা, তবে আফ্রিকার মানুষখেকো উপজাতিদের সাথে এই ভাষায় কথা বলে ফায়দা আছে কী?"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.